বঙ্গাব্দ - jQuery plugin to display Time-Stamp, based on Bangla Calendar

বঙ্গাব্দ - jQuery Plugin

ওপেন সোর্স jQuery Plugin যেটা ব্যবহার করে আপনি ওয়েব পেজের যেকোনো স্থানে বাংলা ক্যালেন্ডার মোতাবেক আজকের বা নির্দিষ্ট কোন দিন/তারিখ ডিসপ্লে করতে পারবেন। গ্রেগরিয়ান ক্যালেন্ডার এর উপর ভিত্তি করে এবং উইকিপিডিয়ার তথ্য সূত্র মোতাবেক দিন/তারিখ রূপান্তরের প্রোগ্রামিং লজিক করা হয়েছে।

সোর্স কোড উদাহরণ সহ ডাউনলোড

যেকোনো HTML এলিমেন্টের মধ্যে খুব সহজেই বাংলা দিন/তারিখ দেখাতে নিচের মত করে এই প্লাগিনকে ইনিসিয়ালাইজ করতে হবে

$('element').bongabdo();

যদি আপনার ওয়েব পেজের মধ্যে নিচের মত এক বা একাধিক এলিমেন্ট থাকে,

<h1 class="bongabdo">...</h1>

তাহলে উপরোক্ত এলিমেন্ট গুলোর মধ্যে বাংলা তারিখ দেখানোর জন্য একটি পূর্ণ উদাহরণ হতে পারে নিচের মত করে। অর্থাৎ প্রথমে jQuery সংযুক্ত করুন, তারপর এই প্লাগিনকে সংযুক্ত করুন, তারপর ইনিসিয়ালাইজ করুন।

<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.11.2/jquery.min.js"></script> <script src="jquery.bongabdo.js"></script> <script type="text/javascript"> $(document).ready(function(){ $('.bongabdo').bongabdo(); }); </script>

এতে করে আপনি নিচের মত আউটপুট পাবেন

...


অপশনসমূহঃ

প্লাগিন ইনিশিয়ালাইজ করার সময়ই নীচের অপশনগুলোর জন্য ভ্যালু দিয়ে ডিফল্ট সেটিংসে পরিবর্তন করা যাবে।


date:

ডিফল্টভাবে প্লাগিনটি আজকের দিন দেখাবে। আপনি যদি অন্য কোনো নির্দিষ্ট ইংরেজি দিনের জন্য বাংলা দিন দেখতে চান তাহলে, date এর ভ্যালুতে স্ট্রিং হিসেবে ইংরেজি তারিখটি বলে দিতে হবে। নীচে উদাহরণ দেয়া হলোঃ

$('.bongabdo').bongabdo({ date: '2018-04-14' });

...

format:

দিন, তারিখ, বছর কোন ফরম্যাটে দেখাতে চান সেটা format এর ভ্যালুতে স্ট্রিং হিসেবে বলে দেয়া যাবে। নীচে উদাহরণ দেয়া হলোঃ

$('.bongabdo').bongabdo({ showSeason: true, format: "DD-MM [YY]" });

...

যেমনঃ আপনি যদি শুধুমাত্র বর্তমান বাংলা মাস দেখাতে চান, তাহলে-

$('#onlymonth').bongabdo({ format: "MM" });

...

কিংবা শুধুমাত্র বর্তমান বছর-

$('#onlyyear').bongabdo({ format: "YY" });

...

আরো একটি উদাহরণ-

$('.bongabdo').bongabdo({ format: "MM DD (YY)" });

...

ডিফল্ট ফরম্যাট হিসেবে দেয়া আছেঃ DD MM, YY
অর্থাৎ আপনি যদি কোনো ফরম্যাট বলে না দেন, তাহলে এই ফরম্যাটেই তারিখ, মাস, বছর দেখাবে।

ফরম্যাটের ভ্যালুসমুহঃ

DD তারিখ
MM মাস
YY বছর
SS ঋতু
WW বার

showSeason:

ঋতুর নাম সহ দেখাতে চাইলে showSeason এর ভ্যালু সেট করে দিন এবং format বলে দিন।

$('.bongabdo').bongabdo({ showSeason: true, format: "DD MM, YY (SS)" });

...

শুধুমাত্র বর্তমান ঋতু দেখাতে চাইলে-

$('#onlyseason').bongabdo({ showSeason: true, format: "SS" });

...

showWeekDays:

সপ্তাহের বার সহ দেখাতে চাইলেে showWeekDays এর ভ্যালু সেট করে দিন এবং format বলে দিন।

$('.bongabdo').bongabdo({ showWeekDays: true, format: "DD MM, YY (WW)" });

...

শুধুমাত্র সপ্তাহের বর্তমান দিনটি দেখাতে চাইলে-

$('#onlyday').bongabdo({ showWeekDays: true, format: "WW" });

...


Fork me on GitHub
top of page

Fundraising

The Milonee Executive Committee has been organizing various fundraising initiatives for support of the community as and when there is a necessity. Fundraising initiatives do provide us the opportunity (and satisfaction) to give back to the society.

Milonee Fundraiser for "Boulder County Wildfire Fund"

On 30 December 2021, fast-moving wildfires fueled by strong winds and drought swept across parts of Boulder county in Colorado. The devastating fires have displaced tens of thousands of residents and destroying hundreds of homes. Many of them are people from our community and they need our help. Donate for the Colorado wildfire fundraiser today to help affected Coloradans rebuild and recover.

Milonee of Colorado would match a certain percentage of the total funds raised targeted to provide a total contribution of $2000 to the "Boulder County Wildfire Fund" as set in the Fundraiser goal. Your contribution will make an impact, whether you donate $5 or $500. Every little bit helps. Thank you for your support. Facebook pays all the processing fees for you, so 100% of your donation goes directly to the nonprofit.

Boulder-Fire.jpg

Milonee Executive Committee 2022 gratefully appreciates the generosity and contributions from these below members towards this cause. THANK YOU for all your support:

Souvik Nandi, Sumit Sarkar, Anindya Basu, Sonasree Roy, Komal Shami, Arabinda Barman, Nilanjana Chatterjee, Latha Kumarswamy, Ramesh Appat, Surupa Sengupta, Prasanta Chakraborty, Sumitro Palit, Ananyo Bandyopadhyay, Arindam Sinha, Mary Vaughn, Tarj Mehta, Krishnendu Das, Ravi Balagopal, Ritabrata Mukherjee, Rajeswari Banerji, Somshubhra Majumder, Suman Chakrabarti, Indrani Roy, Rajan Vekaria 

Milonee_Boulder_County_WildFire Fund_Donation_receipt.PNG
Family Fundraiser support impacted by Wildfire

Milonee has actively promoted, supported, donated to a separate Family support Fundraiser focussed at one of our community members, (Sharanya & Debanjan Mukherjee) who have lost their everything in the recent Marshall Fire. One of our community member also have provided his car for use of this affected family. Our prayers and active support are with them to help them gain normalcy restored in their lives soon.

Milonee_Logo_Wide_English_Small_edited.j
bottom of page